ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫ | কার্তিক ২২ ১৪৩২
ঢাকা, ০৭ নভেম্বর, ২০২৫       
Shruhid Tea

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চরভদ্রাসনে প্রতিবাদ 

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি বঙ্গবাণী

প্রকাশিত: ২০:২৩, ১২ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় চরভদ্রাসনে প্রতিবাদ 

ছবি- বঙ্গবাণী

‘জাতির পিতার সন্মান রাখবো মোরা অম্লান’ এই শ্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফরিদপুরের চরভদ্রাসনে রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ করেছে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারি ফোরাম। শনিবার সকাল সারে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে দাড়িয়ে এ প্রতিবাদে অংশ নেয় কর্মকর্তা কর্মচারি,মুক্তিযোদ্ধা,শিক্ষক ও সাংবাদিক বৃন্দ। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোঃমোতালেব হোসেন মোল্লা ও থানা অফিসার ইনচার্জ নাজনীন খানম প্রমুখ। 

বক্তারা বলেন ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধুর যেকোন ধরনের অবমাননা বা অসন্মান করা মানে বাংলাদেশকে অসন্মান করা যা কোন দেশ প্রেমিক নাগরিকের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রত্যেকের দায়ীত্ব হচ্ছে সংবিধানের সুরক্ষা নিশ্চিত করা। সংবিধানে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ঘোষনা করা হয়েছে এবং তার মর্যাদা সমুন্নত রাখার বিধান করা হয়েছে। কেউ যদি সংবিধানের বিধানাবলী লংঘন করেন তা বাংলাদেশের মূল আইন লংঘন তথা রাষ্ট্রদ্রোহিতার সামিল। জাতি পিতার অসন্মানের বিরুদ্ধে প্রয়োজনে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলার ঘোষনা দেন তারা। 

বঙ্গবাণী/এমএস

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত